চিতলমারীতে আরও ২৭ জন হোম কোয়ারেন্টাইনে

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:৫১ পিএম, বুধবার, ৮ এপ্রিল ২০২০ | ১২১১

চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তার পরিবারের ৯ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়ার পর নতুন করে কলিগাতী ও বড়বাড়িয়া এলাকায় আরও ১৮ ব্যাক্তির বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে এ নির্দেশনা দেয়া হয়। এ নিয়ে গত ২ দিনে মোট ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ৬ এপ্রিল রাতে মাদারীপুর থেকে একজন ইউনিয়ন পরিষদ সদস্য’র বাড়িতে এক নারী আসেন খবর পেয়ে ওই বাড়ির ৯ সদস্যকে এবং বুধবার কলিগাতী ও বড়বাড়িয়া এলাকায় নারনগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা ১৮ জনের বাড়িতে লাল পতাকা টানিয়ে তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এ আদেশ অমান্য কারিদের বিরুদ্বে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত