চিতলমারী ব্যক্তিগতভাবে দরিদ্র ৫০১ পরিবারে খাদ্য সরবরাহ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:১৪ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৭২৩

করোনা ভাইরাসে বাগেরহাটের চিতলমারী উপজেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে খাদ্য দিতে এগিয়ে আসছেন অনেকেই। তাদের একজন চরশৈলদাহ গ্রামের নাজমুল হক টিপু। তিনি মঙ্গলবার সমাজের দরিদ্র ৫০১ পরিবারকে খাদ্য সরবরাহের আয়োজন করেন। উপজেলার হিজলা ইউনিয়নের চরশৈলদাহ গ্রামে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ওই খাদ্য বিতরণ শুরু করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী প্রমূখ।

কেন ব্যক্তিগতভাবে খাবার দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে নাজমুল হক টিপু বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ‘করোনা আসার পর চোখের সামনে আমার পোল্ট্রি ফার্মের হাজার হাজার মুরগি সপ্তাহ খানেক আগে মরে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন প্রতিবেশি পরিবারগুলো কাজে যেতে পারছে না। তিনবেলা খাবার পাচ্ছে না। প্রতিবেশিরা অভুক্ত থাকলে আমার পরিবার নিয়ে কিভাবে খাবার খাবো! তাই সাধ্যমতো চেষ্টা করছি প্রতিবেশিদের খাবার দিতে।’ তিনি বাংলাদেশ কৃষক লীগের চিতলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক।

তিনি আরো জানান, প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি সাবান দিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত