ঈদ সামগ্রী উপহার দিয়ে

মোংলায় অসহায় মানুষের মুখে হাসিঁ ফুটালেন নৌ-বাহিনী

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৪:৪০ পিএম, রোববার, ২৪ মে ২০২০ | ৪৪৫

মোংলায় নৌবাহিনীর হাত থেকে ঈদ উপহার নেয়া অসহায় মানুষের মুখের হাসি দেখে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করলেন পরিবার থেকে দুরে থাকা নৌসেনারা। রোববার সকাল ১০টায় মোংলা সরকারী কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরনকালে মোংলা কন্টিজেন্ট লে. আরিফুল ইসলাম তার নৌসেনাদের মনের এ কথাগুলো প্রকাশ করেন।

কমান্ডার খুলনা নেভাল এরিয়ার আয়োজনে মোংলার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা ৫শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করেন নৌবাহিনী। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে কলেজ মাঠে ঈদ বাজার তৈরী করে বিভিন্ন সামগ্রী বিতরন করেন তারা।

এসময় মোংলা দায়িত্বে থাকা নৌ কন্টিজেন্ট কর্মকর্তা লে. আরিফুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব উপভোগ করার নিয়ম নীতির বার্তা পৌছে দেয়ার জন্যই এ ঈদ সামগ্রী বিতরনের আয়োজন।

অপরদিকে, মানুষ যাতে মহামারী রোগ করোনা ভাইরাসের প্রভাব থেকে বাচতে পারে সে ব্যাপারের মানুষদের সচেতন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান, মোংলা সরকারী কলেজ’র অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলীসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত