শিক্ষক সংকট নিরসনের দাবীতে বাগেরহাটে সরকারী ২বিদ্যালয়ের মানববন্ধন

স্টাফ রির্পোটার

আপডেট : ০৭:৫৫ পিএম, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | ৩৭০

বাগেরহাট শহরের সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় অভিভাবক ফোরামের ব্যানারে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক ফোরামের আহবায়ক আহাদ উদ্দিন হায়দার, সদস্য সচিব কল্লোল সরকার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট পারভিন আহম্মেদ, কাউন্সিলর তানিয়া খাতুনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাগেরহাট শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারি সংকট রয়েছে। বিদ্যালয়ে শিক্ষক সংকটের ফলে অভিভাবকরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। অনতিবিলম্বে শিক্ষক সংকট সমাধান করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান।

এই দুই বিদ্যালয়ে ৩ হাজার ৬ শ ৬০ জন শিক্ষার্থী পড়া লেখা করছে। বিদ্যালয় দুটিতে ৪৬ জন শিক্ষক ও ৭ জন কর্মচারির পদ শুন্য রয়েছে। পরে শিক্ষা মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত