বাগেরহাট-পিরোজপুর সড়কে খানাখন্দে জনভোগান্তি চরমে

শুভংকর দাস বাচ্চু,(বাধাল)কচুয়া

আপডেট : ০৫:১১ পিএম, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮ | ১৪৬৯

বাগেরহাট-পিরোজপুর সড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপরে দায়সারা সংস্কারে ক্ষুব্ধ এলাকাবাসী।


জানাগেছে,বাগেরহাট-পিরোজপুর সড়কে কচুয়া উপজেলার বাদামতলা শিকদার বাড়ি সহ বাধাল বাজারে অংশ দীর্ঘদিন পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। আর সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় অরাজক পরিস্থিতি। তখন আরও বেড়ে যায় জনভোগান্তি। এভাবেই দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন সড়কগুলো দিয়ে চলাচলকারী গাড়িচালক, যাত্রী, রোগী ও শিক-শিার্থী,বাজারের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ।


বাধাল বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, দ্রুত সংস্কার করে এলাকাবাসী ও বাজারে ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘব জরুরি। আশা করি কর্তৃপ এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবে। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি সড়ক জনপদ বিভাগের বিষয়টি তারা দেখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত