শেখ হেলাল উদ্দীন কলেজ

ফকিরহাটে শিক্ষারমান উন্নয়নে সভা

ফকিরহাট সংবাদদাতা

আপডেট : ০৩:৫৯ পিএম, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭ | ৪৯৮

শিক্ষারমান উন্নয়নে সভা

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে মানসম্মত শিারমান উন্নয়নের লক্ষে গভর্ণিং বডির সভা শনিবার সকাল ১০টায় কলেজের সদস্য সচিবের দপ্তরে অনুষ্টিত
হয়েছে। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিভাগের সেরা বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি এবং মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

সভায় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য স,ম, আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম. সৈয়দ মোহাম্মদ আলী, চিকিৎসক প্রতিনিধি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: উৎপল কুমার দেবনাথ, হিতৈষী সদস্য ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম আজাদ, বিলকিস বেগম, শিক্ষক প্রতিনিধি মোঃ হোসাইন ছায়েদিন, উৎপল কুমার দাস এবং সালমা খাতুন ।

সভায় আগামী মাসে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের কলেজে আগমন উপলক্ষে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সভাপতি স্বপন দাশ উক্ত কলেজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত