ফকিরহাটে নিষিদ্ধ ১৭ মণ পলিথিন ব্যাগ জব্দ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:১১ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ | ১৩৬

ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় একটি পরিবহন থেকে পরিবেশ দুষণকারী নিষিদ্ধ ৬৮৩ কেজি (১৭ মণ) পলিথিন ব্যাগ জব্দ করেছেন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টায় বিএম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরিবহনটি ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দার দিকে যাচ্ছিল। পলিথিন ব্যাগগুলো মোড়েলগঞ্জ ও শরণখোলার রায়েন্দা বাজার যাচ্ছিল। ঢাকা থেকে নিষিদ্ধ পলিব্যাগ তুলে দেওয়া হলেও সাথে কোন মালিক বা লোকজন ছিলেন না বলে পরিবহনের চালক মো. কবির জানান।

মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে থানা পুলিশের একটি দল বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএম লাইন পরিবহনের টুলবক্স তল্লাশী করে ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাজিব গাইন এবং বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক মো. সোহাগ তালুকদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পলিথিন ব্যাগ গুলি জব্দ করে পরিবহনটি ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত