বাগেরহাটে ল্যাপটপ পেলেন ৭৫ নারী উদ্যোক্তা

আপডেট : ০৭:০১ পিএম, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | ২২৬

বাগেরহাটে ৭৫ নারী উদ্যোক্তার মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো:আব্দুল জব্বার।

সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্ব্ অনুষ্ঠানে হার পাওয়ার প্রকল্পের উপ -প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমস, জেলা কৃষি বিপদন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা প্রোগ্রাম অফিসার মো: শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে বাগেরহাট সদর, মোংলা ও মোডরেলগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত