এই দেশ কারো একার নয়, সকল ধর্মের মানুষের সমান অধিকার -মিলন এমপি

মহিদুল ইসলাম, শরণখোলা 

আপডেট : ০৪:৫৮ পিএম, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | ৫৮০

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, এই দেশ সম্প্রীতির দেশ। জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছি। এটা একক কোনো গোষ্ঠির দেশ নয়। এখানে সবার সমান অধিকার। আমরা সবাই মিলেই বাঙালি।


সোমবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শরণখোলা উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমপি মিলন এ কথা বলেন।

এসময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ওসি মো. ইকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হাচান তেনজিন প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত