কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান 

কচুয়া  প্রতিনিধি

আপডেট : ০৮:৪৩ পিএম, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | ৩০৪

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধের টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনিশংকর পাইক এর সভাপতিত্বে এ টিকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকতা মোসা. শামসুন্নাহার।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনিশংকর পাইক বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। এই শিশুদের ‘‘পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক COMIRNATY কোভিড-১৯’’ টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত টিকা গ্রহণকারী কোন শিশুর পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত