বাগেরহাটে মাদক বিরোধী প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২৫ পিএম, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮ | ১০৬০

মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির লে “মাদক বিরোধী তথ্য অভিযান” শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে গনমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীয়তউল্লাহ, বাগেরহাট প্রেসকাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাস প্রমুখ।


বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য প্রচন্ড তিকর।সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যেকোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপনজন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত