মোংলায় বিদেশি জাহাজে মৃত শ্রমিকের দাফন

কামরুজ্জামান জসিম, মোংলা

আপডেট : ০৫:৫৮ পিএম, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ | ৫৫০

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি গমের জাহাজে কর্মরত অবস্থায় এক ডাকওয়ালা শ্রমিকের মৃত্যু হয়েছে। ‘তীব্র শীত বা কোল্ড ইনজুরি’র কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিক হলেন মোসলেম আলী (৫০)। তার বাড়ি শহরের কবরস্থান রোডের দিগন্ত কলোনিতে। তিনি মেসার্স লাকী ট্রেডিংয়ের অধীনে শ্রমিকের চাকরি করতেন।


জানা গেছে, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৮ নম্বরে থাকা গমবাহী একটি বিদেশি জাহাজে কাজ করছিলেন মোসলেম আলী। ঠান্ডাজনিত কারণে বৃহস্পতিবার বিকেলে ওই জাহাজে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। পরে মোসলেম আলীর লাশ রাত সাড়ে ১০টার দিকে তার বাসায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মী শ্রমিক-কর্মচারীরা ছুটে আসেন। শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় কবরস্থান মসজিদ চত্বরে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত