বাগেরহাটে চিংড়ি চাষে সংক্রামক প্রতিরোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৫৬ পিএম, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ | ৮৬৭

বাগেরহাটে চিংড়ি চাষে সংক্রামক রোগ-বালাই এর প্রাদূর্ভাব ও করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিষ্টিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যশোর সাধুপানি উপকেন্দ্রের প্রধান এএফএম শফিকুজ্জোহা, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, মোসাঃ সাবরিনা খাতুন, মোঃ মতিউর রহমান, মৎস্য চাষী শেখ মোফাজ্জেল হোসেন, শেখ আবুল কালাম আসাদ প্রমুখ।


প্রধান অতিথি বলেন, পৃথিবীর ৭০ ভাগ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। এখনও ইলিশ উৎপাদন বেড়েই চলেছে। এটা সম্ভব হচ্ছে সকলের সমন্বিত উদ্যেগের জন্য। বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, চিংড়ি হ্যাচারীর সমস্যা সমাধানের জন্য বিশেষ গবেষণা চলছে। শীঘ্রই একটা সমাধান পাওয়া যাবে বলে তারা আশা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত