উপমন্ত্রীর সহায়তায় কুমির উদ্ধার

মাসুদ রানা, মোংলা 

আপডেট : ০৭:৪৭ পিএম, শনিবার, ১২ মার্চ ২০২২ | ৩৮৫

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার'র ফোন পেয়ে লোকালয় থেকে উদ্ধার করা হলো সুন্দরবনের কুমির। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলেদের জালে এদিন বিকালে কুমিরটি ধরা পরে। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি। কুমিরটি লম্বায় ৪ ফুট, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। এদিন সন্ধ্যায় কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত