পথভ্রষ্ট অজগর সহ ২টি বানরকে ফিরিয়ে দেয়া হলো গহীণ বনে

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৯:১৫ পিএম, শুক্রবার, ২৬ জুন ২০২০ | ৭৩৩

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা তিন অজাগর সহ অন্য প্রজাতির একটি বিষাক্ত সাপ এবং দুটি বানরকে ফিরিয়ে দেয়া হয়েছে প্রাণীকুলের নিজস্ব আবাস গহীন বনে। বনবিভাগের ধারনা ঘুর্নিঝড় আম্পানের তোড়ে পানিতে ভেসে লোকালয় গিয়েছিল এ সকল বন্যপ্রাণী। খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মীরা বন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ৯ থেকে ১০ ফুট দৈর্ঘের ৩ টি অজাগর, চিতা প্রজাতির অপর ১টি বিষাক্ত সাপ এবং দুটি প্রাপ্ত বয়স্ক বানর উদ্ধার করে। এ সকল বন্যপ্রানী বৃহস্পতিবার বিকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অদূরে গহীন বনে অবমুক্ত করা হয়।

প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বনে অবমুক্ত করার আগে এ সকল বন্যপ্রাণীকে তাদের সুস্থ্যতা পর্যবেক্ষন করা হয়। তবে কিভাবে এসকল প্রাণী লোকালয় পৌছায় তা নিশ্চিত করতে না পারলেও ধারনা করা হচ্ছে সদ্য আঘাত হানা ঘুর্নিঝড়ের জ্বলোচ্ছ¡াসের তোড়ে পথভ্রষ্ট হয়েছিল। বনবিভাগের উদ্ধার তৎপরতায় এ সকল বন্যপ্রাণীরা আবারও নিজস্ব আবাস ফিরে পেয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত