সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাছ, মাংস ও কাঁচামাল

নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে মোংলা পৌর শহরের বাজার

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৪:৩০ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ৯৫২

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোংলা পৌর শহরের মাছ,মাংস ও কাঁচামালের বাজার নিরাপদ দূরুত্বে সরিয়ে নেয়া হয়েছে। আজ(বৃহস্পতিবার) সকাল ৯ টায় স্থানীয় প্রশাসন ও নৌ বাহিনী সদস্যদের সহায়তায় ব্যবসায়ীরা কাঁচাবাজারকে শহরের হ্যালিপোর্ট মাঠে সরিয়ে নেয়। এ সময় নৌবাহিনীর কন্টিজেন্ট কর্মকর্তা লে, কমান্ডার আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাছ ও মাংসের বাজার নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগের অবস্থানে রাখা হয়। বাজার স্থানান্তরের বিষয় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা ও বিক্রেতা।

মোংলা নৌবাহিনীর কন্টিজেন্ট লে. কমান্ডার আরিফুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, নিত্যপণ্যের এ বাজার নিয়মিত মনিটরিং ও তদারকি করবে নৌ-বাহিনীর সদস্যরা। কাঁচাবাজার ফাঁকা মাঠে সরিয়ে নেয়ায় করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি কম থাকবে বলে জানান নৌ বাহিনীর এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত