তথ্য অধিকার আইন

মোল্লাহাটে অবহিতকরণ সভা

মোল্লাহাট সংবাদদাতা

আপডেট : ০৬:৪০ পিএম, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ | ১২১৭

বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্বরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুকের সভাপতিত্বে উক্ত সভায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে বিশদ বক্তব্য প্রদানসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।


উক্তানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক-মোঃ সালাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশিদ ও থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-প্রেসকাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজী জাহাঙ্গির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, সিকদার উজির আলী, মুন্সি তানজিল হোসেন ও মোঃ বাবলু মোল্লা, সাংবাদিক মোঃ আমির আলী, এস এম রাজীব সিদ্দিকী, এস এম জহিরুল ইসলাম জাহিদ, মোঃ জেহাদ সিকদার, অধ্যাপক অরুন কুমার দাস, শেখ শাহিনুর ইসলাম শাহিন, মিয়া পারভেজ আলম, মোঃ গোলাম রসুল, মোঃ কবির আহম্মেদ, মোঃ মনির হোসেন ও এস এম মিজানুর রহমান, আ’লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন ও শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত