মোরেলগঞ্জে ইউপি মেম্বারকে পিটিয়ে পুলিশে সোপর্দ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০১:১০ পিএম, রোববার, ১৯ জানুয়ারী ২০২০ | ১১৫৮

বাগেরহাটের মোরেলগঞ্জে সোহেল খান(৪৫) নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। বড়জামুয়া গ্রামের খলিল খানের ছেলে সোহেল খান চিংড়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সোহেল খানের মা রাহেলা বেগম ও স্ত্রী শিমুল বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণে পরিকল্পিতভাবে সোহেলকে মারপিট করা হয়েছে। সোহেল খান ইউনিয়ন যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক বলেও দাবি করেছেন তার মা ও স্ত্রী।

তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, অনৈতিক কর্মকান্ডের কারণে অনেই আগেই সোহেল খানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলে তার সদস্য পদও নেই।

এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদের বলেন, সোহেল খানকে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। পুলিশ হেফাজতে হাসপাতালে তার চিকিৎসা চলছে। তাকে গ্রেফতার করা হয়েছে। সোহেল খানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত