বাগেরহাটে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী পেলেন সাদা ছড়ি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৪৩ পিএম, রোববার, ১৬ অক্টোবর ২০২২ | ৬৯৪

বাগেরহাটে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী পেলেন সাদা ছড়ি। বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবার আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা শামীম আহসান, সমাজসেবা অফিসার নাজমুল সাকিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, সাইট সেভার্স এর মমিনুল হক, ব্রাকের জেলা সমন্বয়ক এস.এম ইদ্রীস আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক। কেননা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ এই সাদাছড়ির মাধ্যমেই নিরাপদ চলাচলে সক্ষম হন। প্রতিবন্ধীরা আমাদেরই স্বজন। আমরা সবাইমিলে সমাজের অংশ। স্বাভাবিক জীবনব্যবস্থা নিশ্চিতকরণে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার এ বিষয়ে খুবই আন্তরিক। উন্নত দেশ গড়তে মানবিক মানুষ হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গী প্রসারিত করতে হবে।’’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত