ভাসমান বেডে সবজি ও মসলা চাষে কৃষক হামিদের সফলতা

স্টাফ রির্পোটার

আপডেট : ০৫:২৭ পিএম, রোববার, ১৯ জানুয়ারী ২০২০ | ৪৯৪

মোল্লাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ করে সাবলম্বি হয়েছেন কৃষক আব্দুল হামিদ। উপজেলার কুলিয়া গ্রামের কৃষক আব্দুল হামিদ জানান, বিগত কয়েক বছর ধরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় অন্যের পরিত্যাক্ত ডোবা জমি লীজ নিয়ে ভাসমান বেডে (ধাপে) সবজি ও মসলা উৎপাদন করে সাবলম্বি হয়েছেন তিনি।

ভাসমান বেডে (ধাপে) লাউ, ওল ও হলুদসহ বিভন্ন প্রকার শাক-শবজি অল্প খরচে ভালো (অধিক) উৎপাদন করা যায়। এ জন্য কেবল প্রয়োজন আগ্রহ ও কৃষি অফিসের পরামর্শ।

আব্দুল হামিদ আরো বলেন, এ পদ্ধতিতে সবজি ও মসলা উৎপাদন করলে একদিকে কৃষক লাভবান হবে। অপর দিকে পরিত্যাক্ত ডোবা/জলাশয় উৎপাদনের ক্ষেত্র হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত