কচুয়ায় দূর্যোগ মোকাবেলায় জরুরী সভা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:২৬ পিএম, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ | ১৮৩০

কচুয়ায় দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল তিন টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুস্ঠিত হয়।

সভায় ঘুর্নিঝড় বুলবুল মোকাবেলায় করনীয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়। উপজেলার সব ইউনিয়ন চেয়ারম্যানদের দুর্যোগ মোকাবেলায় জনগনকে সতর্ক রাখতে শনিবার মাইকিং করতে নির্দেশ দেওয়া হয়। সকল এন জি ও দের, স্কাউট সদস্যদের সতর্ক রাখতে বলা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজে্লা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নাজমা সরোয়ার,জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ঝুমুর ,কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান পংকজ কান্তি অধিকারী, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন মন্ডল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে । এজন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত