দেশীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে

মোংলায় ফিশিং ট্রলার সহ ভারতীয় ১৪ জেলে আটক

মোংলা প্রতিনিধ

আপডেট : ০৯:৩০ পিএম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ৪৫৩

দেশীয় সিমানা লংঘন করে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আবারো ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার রাতে মোংলা বন্দরের নিকটবর্তী বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নৌ বাহিনীর জাহাজ টহল দেবার সময় ফিশিং ট্রলারসহ ওই জেলেদের আটক করে। এসময় তাদের ট্রলারে কোন প্রজাতীর মাছ ছিল কিনা তা জানাতে পারেনি পুলিশ। দেশীয় জলসীমায় ইলিশ শিকার নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা অহরহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করছে। আর এ নিয়ে চলতি মাসে চার দফায় ট্রলার সহ ৬৩ ভারতীয় জেলে বাংলাদেশ নৌ বাহিনীর হাতে আটক হয়েছে। জেলেদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের দণি-চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকার বিভিন্ন প্রামে। মঙ্গলবার বিকালে আটক জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানায়।

মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধূরী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, দেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশের অভিযোগে চলতি মাসে এ পর্যন্ত ৫টি ফিশিং ট্রলার সহ ৬৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। তিনি আরো জানান, আটক জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোবর ২৩ জন ও ১৪ অক্টোবর ১১জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তারা এখন বাগেরহাট জেলে হাজতবাস করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত