অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের

বাগেরহাটে বিনা মূল্যে ধানের চারা বিতরন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:০৬ পিএম, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭ | ৬৯৫

বাগেরহাটে বিনা মূল্যে ধানের চারা বিতরন

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাছে বিনা মূল্যে রোপা আমন ধানের চারা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ চারা বিতরন করা হয়।

বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষক) দিপক কুমার রায়, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, শিকদার সরোয়ার আলম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ৬০ জন কৃষককে জনপ্রতি ১বিঘা জমির জন্য ১শ ৯০ আটি করে মোট ১১৪০০ আটি ধানের চারা বিতরন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত