বাগেরহাটে মাদক ব্যবসায় বাধা

 প্যানেল মেয়রকে হত্যার হুমকী দিয়ে চিঠি

স্টাফ রির্পোটার

আপডেট : ০৪:১২ পিএম, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭ | ১০১২

হুমকী দিয়ে চিঠি

বাগেরহাটে মাদক ব্যবসায় বাধা দেয়ায় পৌরসভার প্যানেল মেয়র, প্রেসকাবের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকীকে চিঠি দিয়ে হত্যার হুমকী দিয়েছে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী।

ঘটনার পর বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছে তালুকদার আব্দুল বাকীর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা তালুকদার রিনা সুলতানা। বর্তমানে তালুকদার আব্দুল বাকী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন।


এ বিষয়ে রিনা তালুকদার বলেন, গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আমার বাসার কাজের বুয়া সিড়ি ঘরে একটি বাদামী রংয়ের খাম পেয়ে আমার কাছে দেয়। আমি খামটি খুলে দেখি ভিতরে একটি চিঠিতে আমার স্বামীকে হুমকী দেয়া হয়েছে। পরে আমি বাসার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখতে পাই বাসার পাশের শামীমের ছেলে তাসলিম চিঠিটি রেখে গেছে। পরে আমি তাসলিমের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি। রিনা তালুকদার আরও বলেন, মাদক ব্যবসা বন্ধের জন্য উদ্যোগ গ্রহন করায় আমার স্বামীকে এ হুমকী দিয়েছে মাদক ব্যবসায়ী শামীম।


এদিকে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ একই এলাকার শামীমের ছেলে তাসলিমকে (১১) আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে শিশুটিকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।


এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) এনায়েত হোসেন বলেন, হুমকীর ঘটনায় বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী হয়েছে। আমরা তদন্ত করে দেখছি, চিঠির সাথে শামীম জড়িত কিনা। শামীমের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত