তৃতীয় প্রজন্মের খাবার বড়ির গবেষণা কার্যক্রম বিষয়ক

শরণখোলায় স্বাস্থ্যকর্মীদের ৫দিনের প্রশিক্ষণ সমাপ্ত

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৭:০০ পিএম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ১০৩১

জন্ম নিয়ন্ত্রণ

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য বাগেরহাটের শরণখোলায় তৃতীয় প্রজন্মের খাবার বড়ি পরীক্ষামূলক গবেষণা কার্যক্রম বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ১৪ জন স্বাস্থ্য কর্মীকে নিয়ে গত ২৩ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে একটি রক্তচাপ পরিমাপ যন্ত্র (বিপি মেশিন) দেওয়া হয়।


শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সমাপনী দিনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. আব্দুল আলমি। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ফিল্ড সার্ভিসেস ডেলিভারী) কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, আইসিডিডিআর,বি’র সিনিয়র ফিল্ড রিসার্স কর্মকর্তা আকলিমা চৌধুরী, এ্যাসিসট্যান্ট ডাইরেক্টর (রিসার্স এন্ড ট্রেনিং) শামিম আকতার, ফিল্ড রিসার্স ম্যানেজার ডা. হাচান রাকেশ মাহমুদ এবং প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জাহেদ শফিকুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত