কচুয়ায় নবাগত জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ

সরকার আমাদের যে বেতন দেয়, তার চেয়ে বেশী টাকার দরকার নাই

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:০৮ পিএম, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯ | ৬৭৫

সরকার আমাদের যে টাকা বেতন দেয়, তার চেয়ে বেশী টাকার দরকার নাই, সকল ধরনের অন্যায় থেকে নিজেদের ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নবাগত জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ একথা বলেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল কার্যক্রম স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হবে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার সভাপতিত্বে সরকারের উন্নয়ন সমুহে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার ওসি শেখ সফিকুর রহমান।

সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.বেলফার হোসেন, কচুয়া প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী,সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, এনজিও প্রতিনিধি বিপ্লব সরদার, ব্যবসায়ী বিমল দত্ত, প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত