শরণখোলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:৪৩ পিএম, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ | ২৭১৫

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শরণখোলা উপজেলা পরিষদসহ সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত। এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস প্রজেক্টরের মাধ্যমে শরণখোলার সার্বিক চিত্র নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।


এছাড়া বক্তারা, উপকূলীয় এ জনপদের শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন কেন্দ্র বাস্তবায়ন, পর্যাপ্ত সাইকোন শেল্টার নির্মান, ভাঙন রোধে নদী শাসন, জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূননির্মান, বিধবা ভাতার সংখ্যা বৃদ্ধি, ঝরেপড়া রোধে উচ্চ মাধ্যমিক ও ¯œাতক স্তরে শতভাগ উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানান। জেলা প্রশাসক এসকল বিষয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে তা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকির, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি।

সভায় অংশগ্রহনকারী প্রতিনিধিদের মধ্যে উন্মুক্ত আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আসাদুজ্জামান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, প্রেসকাবের সভাপতি ও শরণখোলা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক বাবুল দাস এবং এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন।

পরে নবাগত জেলা প্রশাসক মামুনুর রশীদ ইউএনও’র কার্যালয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত