সুন্দরবন থেকে ৯৬ লাখ টাকার চিংড়ি পোনা আটক

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৪০ পিএম, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৫১১

সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে অবৈধ্য ভাবে আহরন করা ৪৮ লাখ পিচ চিংড়িপোনা আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার দুপুরে রুপসা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে প্রায় কোটি টাকার এই চিংড়ি পোনা আটকের পর তা রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শনিবার দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রূপসার একটি টহল দল খান জাহান আলী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ লাখ পিস চিংড়ি পোনা আটক করে । আটককৃত চিংড়ি পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা। পরে আটককৃত চিংড়ি পোনা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়। কোস্টগার্ড বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি সুন্দরবনের নদী ও এর আশপাশের খাল থেকে চিংড়ি ও ফ্যাইসা নিধন রোধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত