অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে

রামপালে নগদ টাকা ও ত্রান সহায়তা প্রদান

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৮:৩৯ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ৫৩৮

রামপালের পেড়িখালী বাজারে মঙ্গলবার সন্ধায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪ টি বাড়ি ও কয়েকটি দোকান পুড়ে ভষ্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা ও ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। খবর পেয়ে খুলনা সিটি কর্পরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক বুধবার সকাল ৯ টায় ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের সাথে কথা বলে ক্ষয় ক্ষতি নিরূপনসহ ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের নির্দেশ দেন। ওই দিন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, রামপাল উপজেলা চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরূপন করা হচ্ছে, উপজেলা ত্রান দপ্তরের পক্ষ থেকে আশু তাদের নগদ টাকাসহ ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের ঢেউটিন প্রদান করাসহ সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য মঙ্গলবার সন্ধা ৭ টায় রামপালের পেড়িখালী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় আঃ মজিদ ও আঃ আজিজের বাড়িসহ বেশ কয়েকটি দোকান ঘর ভষ্মিভূত হয়। এতে প্রায় ৫০ লক্ষাধীক টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত