রামপাল ও মোংলা সীমান্তের দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

এম এ সবুর রানা

আপডেট : ০৯:২৯ পিএম, শনিবার, ৯ মার্চ ২০১৯ | ১২৫৫

রামপাল ও মোংলার সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বখাটেদের গাঁজা সেবনকে কেন্দ্র করে শুক্রবার রাত আনুমানিক ৮ টায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভায় পক্ষের নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রামপাল ও মোংলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে । বাকী ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন, রামপাল উপজেলার আডুয়াডাঙ্গা গ্রামের মোঃ শাহাবুদ্দিন (১৯), আনোয়ার বয়াতি (২০), সোলাইমান ফকির (৩৮), মোঃ আয়ুব আলী (২৫), সোলাইমান (২৩) দুলাল মোল্যা (২৮), মুক্ত মল্লিক (২৮), মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের কবির শেখ (৩৫), সেলিনা বেগম (৩৫), বিল্লাল ফকির (৪০), নাসিমা বেগম (৪৫), মানসুরা বেগম (২৫) ও এনামুল ফকির (২০)। মোংলা উপজেলা চেয়ারম্যান হাওলাদার আবু তাহের ও তার সহধর্মীনি সোনাইলতলা ইউপি চেয়ারম্যান মর্জিনা বেগম সাথে সাথে রামপাল উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে এসে আহতদের খোজখরব নেন ও গুরুতর আহতদের খুলনা পাঠান। সংর্ঘষের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন থানায় অভিযোগ বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত