বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো - এমএ সালাম

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫০ পিএম, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ৬০৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী এমএ সালাম আ’লীগের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ এনে বিএনপি’র কর্মীদের গ্রেফতার, হয়রানি, বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালানোর নিন্দা জানিয়ে বলেন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো।সোমবার দুপুরে বাগেরহাট প্রেসকাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে জরুরী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতিকের সমর্থক পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এছাড়া সন্ত্রাসী হামলায় আমাদের নেতা-কর্মীরা আহত হচ্ছে। তারা গোপনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া মাইকিং করতে বাধা দেয়া হচ্ছে। পোষ্টার লাগালে ছিড়ে ফেলা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে বারবার লিখিত অভিযোগ দেয়ার পরেও কোন প্রতিকার পাচ্ছি না। আমার অফিসে নেতা কর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে।

এত কিছুর পর নির্বাচনী মাঠে আছি শেষ পর্যন্ত থাকবো। ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত