বাগেরহাটের গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন শেখ তন্ময়

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৫৩ পিএম, রোববার, ২ ডিসেম্বর ২০১৮ | ২৭৭২

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম ও বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে মহাজোট থেকে আওয়ামী লীগের প্রার্থী শেখ শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। আমি তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে রাজনীতিতে এসেছি। রাষ্ট্র পরিচালনার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থাসহ অন্যান্য মাধ্যমগুলো কাজ করে। তবে রাষ্ট্র পরিচালনার জন্য মিডিয়া সব থেকে গুরুত্বপূর্ণ। আমি নিজেও সাংবাদিকতার ছাত্র ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ক্লাবের সদস্য ছিলাম। তাই আপনারা (সাংবাদিকরা) আমাকে সহযোগিতা করবেন। আমার কোন ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। আমি নির্বাচিত হলে দেশের জন্য কাজ করব। না হলেও দেশের জন্য নিবেদিত থাকব। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলানায়তনে প্রেসক্লাবসহ সংসদীয় আসনের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদরের এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসি, নকীব নজিবুল হক নজু, শেখ ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবসহ বাগেরহাট- কচুয়া নির্বাচনী আসনের কর্মরত শতাধিক গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত