কোস্টগার্ডের অভিযানে গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মংলা প্রতিনিধি

আপডেট : ১০:৩৪ পিএম, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮ | ৬৪৭

মংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে চালনাঘাট থেকে গাজাঁসহ তাদের আটক করা হয়। কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর পার চালনা ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়। ওই স্থান হতে ২ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে অভিযানে আটক করে । আটক এ সকল মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য কোৗশলে পাচার করে আসছিল। এরা হচ্ছে, খুলনা জেলার দাকোপ উপজেলার কামাড় খোলা গ্রামের ওয়াজিদ আলীর ছেলে নুর ইসলাম (২৬), ভকেন্দ্রনাথ এর ছেলে প্রসেনজিৎ মন্ডল (২৫) ও একই এলাকার খোকন গাজীর ছেলে আলী গাজী (১৮)। ওই এলাকার লোকজনের মাধ্যমে জানা জায়, বিভিন্ন সময় উক্ত গাজা বিক্রেতারা স্থানীয় যুবসমাজের মাঝে মাদকদ্রব্য বিক্রির জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবল¤¦ন করে থাকে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ড জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে থাকে। কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য নিয়মিত অভিযানের অংশ । উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত