চিতলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:৩১ পিএম, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | ৩২২

চিতলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।


চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মামুন হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান ও চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ। সভাটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক এম আর ফরাজী।


সভায় স্বাগত বক্তব্যে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মামুন হাসান জানান, বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। নিয়ম মাফিক এবারও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় মোট ১৬৯ টি কেন্দ্রে ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত