নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন হবে না - ড. কাজী মনির

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:০০ পিএম, শনিবার, ২৮ জুলাই ২০১৮ | ১৯৮৪

ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাষানীর আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন- এদেশের মুল ভিত্তি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সংসদ বিভাগ ও গণ মাধ্যম গুলো সরকার ধবংস করে দিয়েছে। নির্বাচন কমিশন সরকারের অর্ডার নতজানু ভাবে বাস্তবায়ন করছে। দেশে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন হবে না। বিরোধী দল গুলো এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া চলন্ত ট্রাকের নিচে মাথা দেয়ার সামিল। বর্তমান সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ন্যাপের সভাপতি এডভোকেট মো: আজাহারুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের ৬১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে "সুষ্ঠ নির্বাচনে নির্বাচন কালিন নিরপেক্ষ সরকার" শীর্ষক আলোচনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে ড. কাজী মনির একথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিশেষ অতিথি পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরহাদ উদ্দিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, জাগপার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা লুতফর রহমান, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত