সুন্দরবন দিবস পালন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৫০ পিএম, রোববার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ | ১০৯০

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগান নিয়ে বাগেরহাটের শরণখোলায় পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস’। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন খুঁড়িয়াখালী বাজারের শোভাযাত্রা শেষে প্রদীপন সাইক্লোন শেল্টারে আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় সুন্দরবন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

বনবিভাগের ব্যবস্থাপনায় এবং সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও ওয়াইল্ড টিমের সহযোগীতায় দিবসটি পালিত হয়। সিএমসির সহসভাপতি এম ওয়াদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিএমসির কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, পিপলস ফোরামের সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার, সাবেক সভাপতি আবুল আসলাম তুহিন, সদস্য রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া, কর্মসূচীতে বনকর্মী ও পেশাজীবী নারী-পুরুষরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত