সুন্দরবনের গাছ পাচারের অভিযোগে বনকর্মকর্তা বরখাস্ত

আলী আকবর টুটুল

আপডেট : ০৬:৫১ পিএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৬০৭

সুন্দরবনের গাছ পাচারের অভিযোগে চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাড়ির ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান তাকে বরখাস্ত করেন।


মঙ্গলবার বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ১৭ জুলাই ফাড়ির ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে সুন্দরবনের ৮৬টি গাছ কর্তন করে পাঁচারের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে গাছ পাঁচারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত