সরকারীদলের ভয়ে মানুষ নি:শ্চুপ -ড. কাজী মনির

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০৯ পিএম, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮ | ১৩০২

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস কাব কনফারেন্স হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে " খুলনা ও গাজীপুরে নির্বাচনী প্রহসন : বিপর্যস্ত ভোটাধিকার" শীর্ষক আলোচনায় বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, সারাদেশে মানুষ সরকারীদলের অন্যায়- অবিচার, জোর- জুলুম, মিথ্যা ষড়যন্ত্র মামলা-
হামলা, নির্যাতন, দখল, গুম, খুন, বিচার বহির্ভুত হত্যা, গনতন্ত্র ও" ভোটাধিকার হরন, প্রশাসন ও বিচার বিভাগ দলীয়করণ করে যে ভয়- ভীতি আতংক সৃষ্টি করেছে সেই ভয়ে সাধারন মানুষ সহ সকল বিরোধীমতের নেতা- কর্মি, সমর্থক নি:শ্চুপ।

তিনি আরও বলেন- সরকারীদল বিনা ভোটে সংসদ গঠন করল, ইউনিয়ন পরিষদ- উপজেলা- পৌরসভা- সিটি কর্পোরেশন নির্বাচনে নিজস্ব মার্কায় প্রশাসনের সহযোগীতায় নিজেরা সিল মেরে নির্বাচিত হয়ে বড় বড় কথা বলে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহম্মদ রহমতুল্লাহ, শাহ মোহাম্মদ নেছারুল, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, শাহাজাহান মিয়া সম্রাট, ভিপি ইব্রাহিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত