একুশে আগস্টের খুনিদের ফাঁসির দাবিতে মোংলায় প্রতিবাদ সমাবেশ

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৪:৪৯ পিএম, শনিবার, ২১ আগস্ট ২০২১ | ৪১১

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের প্রকাশ্য মদদে জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন আওয়ামীলীগ নেতৃবৃন্দ হত্যাকান্ডের মুল হোতা সহ সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মন্ডল, সাখাওয়াত হোসেন মিলন, ডাঃ কামরুল ইসলাম, আবু হানিফ, আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসির আরাফাত, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলো বিএনপি জামায়াত জোট সরকার। এঘটনার মূল নির্দেশদাতা ছিলেন তারেক রহমান। সেদিন আওয়ামীলীগের ২৪ জন নেতাকর্মী জীবন দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এস এম শরিফুল হাওলাদার, বাহাদুর মিয়া, হুমায়ন নাসির, আওয়ামীলীগ নেতা শাহ সেকেন্দার, আইয়ুব আলী, শাকিল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফাহিম হাসান অন্তর, ছাত্রলীগ নেতা পারভেজ খান, কাজী সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশ শেষে ১৫ ও ২১ আগস্টে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিমখানার পরিচালক মাওলানা মোঃ আকরামুজ্জামান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত