বাগেরহাটে ৫ দিন ব্যাপি কাব ক্যাম্পুরী শুরু

আপডেট : ১০:১৬ পিএম, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ | ১৬০

“করব কাবিং খেলার ছলে, স্মার্ট বাংলাদেশ গড়ব বলে” এই স্লোগান নিয়ে বাগেরহাটে ৫ দিন ব্যাপি জেলা কাব স্কাউট ক্যাম্পুরি শুরু হয়েছে।শুক্রবার (০৮ মার্চ) বিকেলে খানজাহান আলী কলেজ মাঠে এই ক্যাম্পুরির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস‘র সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি।

জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেনের খালিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মোঃ আসাদুল কবির, অধ্যাপক বুলবুল কবির, শেখ হায়দার আলী বাবুসহ স্কাউটস‘র কর্মককর্তাগণ উপস্থিত ছিলেন।
ক্যাম্পুরিতে ৯টি উপজেলার প্রাথমিক বিধ্যালয়গুলোর ৫০টি ইউনিট অংশগ্রহন করেছে।

অংশগ্রহনকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ থেকে ১১ বছর বয়সী ৩০০ জন শিক্ষার্থীকে কিচির মিচির, আপনঘর, জ্ঞান জিজ্ঞাসা, কাব কার্নিভাল ও খেলার জগৎ শেখানো হবে। এই ক্যাম্পুরি সম্পন্ন করার জন্য স্কাউটস‘র একশ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত