বাগেরহাটে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩০ পিএম, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ | ১৪৭

বাগেরহাটে নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০৮ মার্চ) সকালে স্বাধীনতা উদ্যান থেকে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।


বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের নেতৃত্ব র‌্যালী সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


র‌্যালী শেষে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট সীতা রানী দেবনাথ প্রমুখ।


বক্তারা বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবসের এ বিশেষ দিন নয়। বছরের প্রত্যেকটি দিন নারী ও কন্যা শিশুদের সম্মান দিতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠা, সব ধরনের সহিংসতা, নারী এবং কন্যাশিশু নির্যাতন বন্ধে সবাইকে কাজ করতে হবে।


সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে সাবলম্বী করতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত