রামপালে নিজের টাকায় কম্বল বিতরণ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৯:১৮ পিএম, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ | ৫২৭

রামপালে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক জেতাতে ভোট প্রচারণা চালানোয় ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের কম্বল বঞ্চিত হয়েছেন অনিমেষ মন্ডল নামের এক ইউপি সদস্য। এতে নিজ গাঁটের টাকায় কম্বল কিনে তা বিতরণ করেছেন অনিমেষ মন্ডল।
শুক্রবার বিকাল ৪ টায় উত্তর হুড়কার শীতলা মন্দির চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান তুষার কুমার মন্ডলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা তিমির বরণ প্রমুখ।
জানা গেছে, হুড়কা ইউনিয়ন পরিষদে চলতি শীত মৌসুমে সরকারিভাবে ২০০ কম্বল বরাদ্দ দেয়া হয়। ওই ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার তার ৮ টি ওয়ার্ডে সমভাবে কম্বল বিতরণ করলেও ৬ নং ওয়ার্ডের সদস্য অনিমেষ মন্ডলের অনুকূলে কোন কম্বল বরাদ্দ দেননি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্য অনিমেষ। এতে ওই ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই ইউপি সদস্য শতাধিক কম্বল গাঁটের টাকায় ক্রয় করে তা হতদরিদ্রের মাঝে বিতরণ করেন।
অনিমেষ মন্ডল জানান, স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে ভোট চাওয়ার অপরাধে তার ওয়ার্ড কম্বল দেয়া হয়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ৬ নং ওয়ার্ডের ১৫ জনের তালিকা করে আমি নিজেই বিতরণ করেছি। ওই ইউপি সদস্যের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়নি বলে তিনি স্বীকার করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত