ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ১০:১৯ পিএম, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৫৫

বাগেরহাটের শরণখোলায় বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রায়েন্দা বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে চার মুদি ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শিশু খাদ্যসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মেসার্স নজরুল স্টোরের মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার, মেসার্স শহিদুল স্টোরের মালিক মো. শহিদুল ইসলামকে দুই হাজার, মেসার্স শামছুল হক স্টোরের মালিক মো. শামছুল হককে দুই হাজার এবং মেসার্স ছরোয়ার স্টোরের মালিক মো. ছরোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমান করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং বাড়তি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। যারা এসব অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত