বাগেরহাট কারাগারে ৬ বনদস্যু বাহিনীর ৫৭ সদস্য

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:০৬ পিএম, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ১১০৫

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে আনুষ্ঠানিকভাবে ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ২৮৪ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পন করা সুন্দরবনের ৬ বনদস্যু বাহিনীর ৫৭ জন সদস্যকে বাগেরহাট কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার রাত ১১টায় আত্মসমর্পনকৃত দস্যুদের বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করা হলে ওইদিন রাতেই তাদের বাগেরহাট আদালতে প্রেরন করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, রাত ১১টায় আত্মসমর্পনকৃত দস্যুদের অস্ত্র ও গুলিসহ মোংলা থানায় সোপর্দ করা হয়। এসময় অস্ত্র আইনে র‌্যাব-৬ এর ডিএডি কামরুল ইসলাম এবং র‌্যাব-৮ এর ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। আসামিদের ওইদিন রাতেই বাগেরহাট কোর্টে পাঠানো হলে কোর্ট তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরন করেন।

আত্মসমর্পণ করা দস্যু বাহিনীগুলো হলো দাদা ভাই, হান্নান, আমির আলী, সূর্য্য, ছোট শামসু ও মুন্না বাহিনী। এদের বাড়ি মোংলা, সাতীরা, কয়রা ও রামপাল এলাকায় বলে জানায় র‌্যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত