ফকিরহাটে এসএসিপি’র আওতায় নারী কৃষক গ্রুপের প্রশিক্ষন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:০৫ পিএম, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৩৬

ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪অর্থ বছরে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় ৪০জন নারী কৃষক গ্রুপের প্রশিক্ষন অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী কৃষি অফিসের ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবাগত উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের শুভ উদ্ভোধন করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষক কৃষিবিদ মোঃ আব্দুল্লা আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শাহীনুল আলম, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল, বিপুল কুমার পাল ও বিল্লাল হোসন প্রমুখ। প্রশিক্ষনে ৮টি ইউনিয়ন হতে ৪০জন নারী কৃষক অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত