বিদ্যলয়ের জমি উদ্ধার করতে মোবাইল কোর্ট

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০১:১১ এএম, বুধবার, ১৪ জুন ২০২৩ | ৩২১

মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া জমি মোবাইল কোর্ট পরিচালনা করে উদ্ধার করা হয়েছে। ৮৪ নং জিলবুনিয়া-কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধার করতে মঙ্গলবার বেলা ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৫টি দোকান উচ্ছেদ করে মোবাইল কোর্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এ অভিযানের নেতৃত্ব দেন। সহাকারি কমিশনার(ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ ও প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, এক যুগেরও অধীক সময় ধরে স্থানীয় পেশিশক্তির বলে বিদ্যালয়ের জমি দখল করে শাজাহান হাওলাদার, হারুণ হাওলাদার, মনির হাওলাদার, মজিবর শেখ ও আলম হাওলাদার দোকানঘর নির্মাণ করে ব্যাবসা করে আসছিলেন। বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মাণের জন্য আজ ওই দোকানগুলো উচ্ছেদ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত