নাগরিক হিসেবে কথা বলার নায্য অধিকার জনগনের পাওয়া উচিত - শেখ তন্ময়

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৪২ পিএম, রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ | ২২২৮

বাগেরহাট সদর আসনের এমপি প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে কথা বলার, ঘোরা ফেরার নায্য অধিকার তাদের পাওয়া উচিত। এই নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমার ভূমিকা থাকবে। এজন্য আমার রাজনৈতিক দল এবং বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ভালটা জনগনের সামনে তুলে ধরতে হবে। অবশ্য ব্যাড নিউজ ইজ গুড নিউজ, সেটা আপনাদের জায়গা থেকে আপনারা তা তুলে ধরবেন সেই আহ্বান রাখছি।

রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, আদর্শ, নীতি, মানুষের সেবা এটা আমার দলের নেত্রীর আদর্শ। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে আমার রাজনীতি করতে আসা। সকলকে নিয়েই তো সমাজ। গত নির্বাচনে প্রচার প্রচারণার সময় আমার দু চারটি প্রত্যাশার কথায় হয়ত এখানকার জনগণ স্বপ্ন দেখেছেন, প্রত্যাশা করেছেন, হয়ত মনে করছেন আগামীতে হয়ত সুন্দর একটা জীবন ফিরে পাবেন বা শান্তিতে থাকবেন। এটার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে। আমি একক ভাবে যদি চেষ্টা করি তাহলে তা ব্যর্থ হয়ে যেতে পারে। তবে আমি যেটা বলেছি সেটা থেকে পিছু হটবো না। আমি আপনাদের কথা দিয়েছে আমি আমার কথা রাখব। আমার চেষ্টা থাকবে সেখানে ব্যর্থতা সফলতা আল্লার উপরে। আমার সবে মাত্র ৩২ বছর বয়স। আমার হারানোর কিছু নেই। তবে এক্ষেত্রে আমার বা আমার দলের কারও ভূমিকা থেকে থাকে তাহলে তা প্রচার করবেন। গত জাতীয় সংসদ নির্বাচনে গনমাধ্যমে আমাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেজন্য আগেও ধন্যবাদ জানিয়েছি আবারও জানাচ্ছি।


মত বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন।

এর আগে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত আন্ত:কক্ষ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এমপি শেখ সারহান নাসের তন্ময়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত