মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৭:৩৮ পিএম, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮ | ১৫৪১

মোরেলগঞ্জে ২ দিন ব্যাপি অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেলে ৩৯ তম এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়ডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ।

মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসবি আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সালেহ, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।

মেলায় এসএম কলেজ, রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজ, সেলিমাবাদ ডিগ্রী কলেজ, মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন বিজ্ঞান কাব সহ ১৬ টি প্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশগ্রহন করেন । এতে প্রথম স্থান অধিকার করে মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সহ অন্যান্য বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত