জ্ঞান চর্চার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক চর্চা করতে হবে- খুলনা সিটি মেয়র

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ১২:১০ এএম, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ | ২৭৮

খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিদ্যা চর্চার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। ভালোভাবে লেখা পড়া করতে হবে এবং উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকার নারীদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে বই ও উপবৃত্তির ব্যাবস্থা করেছে। এই ভাগা সুন্দরবন মহিলা কলেজের শিক্ষা প্রসারের জন্য একাডেমিক ভবন, আইসিটি ভবন ও ২০০ শয্যার আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষাকে যুগোপযোগী ও নারীদের সাবলম্বি হওয়ার ক্ষেত্রে সরকার সবধরনের ব্যাবস্থা গ্রহণ করেছে। সুতরাং শিক্ষাদীক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের ২৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক অধ্যাপক হারুনর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, অধ্যাপক তরিকুল ইসলাম প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত