রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার আ. জলিলের স্মরণ সভা চিত্রাংকন প্রতিযোগিতা 

রামপাল প্রতিনিধি

আপডেট : ১০:০৪ পিএম, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | ৩৮৮

রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত শেখ আ. জলিল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের নির্বাহী পরিচালক রেজা সেলিম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবুল সরদার। বীর মুক্তিযোদ্ধা ঋষিকেশ, বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ, অধ্যক্ষ মজনুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আকবর আলী, সেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সভাপতি শেখ মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক সংকর কুমার সিকদার, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, নাজমুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, মো. হাফিজুর রহমান প্রমুখ।
বক্তাগণ শেখ আ. জলিলের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে আ. জলিলের স্মরণে স্মরণিকা পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত